কে হচ্ছেন ইউরোপের শীর্ষ গোলদাতা

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ৩০, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন



কে হচ্ছেন ইউরোপের শীর্ষ গোলদাতা

বিশ্বের শীর্ষ ফুটবল লিগগুলোর শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ'র মৌসুম চ্যাম্পিয়নের দলীয় লড়াই শেষ। ক্লাবের শিরোপা যুদ্ধ শেষ হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে এখন মাঠে নামতে হচ্ছে ব্যক্তিগত লড়াইয়ে। মৌসুমে ইউরোপের সর্বাধিক গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। ৩১ গোল করে রোনালদো আছেন তৃতীয় স্থানে। বুন্দেসলিগায় ৩৪ গোল করে শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের লেভানডোভস্কি। সিরি'র আটালান্টার চিরো ইম্মোবিল ৩৩ গোল করে রয়েছেন দ্বিতীয় স্থানে। শেষ দুই জনের হাতে রয়েছে ২ ম্যাচ। উভয়ই রয়েছেন ফর্মের তুঙ্গে। তবে এটা অনেকটা নিশ্চিত এবারের ইউরোপিয়ান ফুটবলের সর্বাধিক গোলদাতার পুরস্কার উঠছে এবার সিরি আ' লিগের কোন ফুটবলারের হাতে। কার হাতে উঠতে পারে এই পুরস্কার? রোনালদো না চিরো ইম্মোবিল জানা যাবে লিগ শেষে।

এএন/১০