সিলেটে করোনায় আক্রান্ত ৭৭৩৯, মৃত্যু আরও ৫

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩০, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন



সিলেটে করোনায় আক্রান্ত ৭৭৩৯, মৃত্যু আরও ৫

প্রতিদিন সিলেটে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৩৯ জনে। 

সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩৫ জন সুনামগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন সিলেট জেলার এবং একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ১৫৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৬১ জন, হবিগঞ্জে ১ হাজার ১৩৮ জন ও মৌলভীবাজারের ৯৮৬ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৩ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৬১ জন, সুনামগঞ্জের ১ হাজার ১০৭ জন, হবিগঞ্জের ৬৬৪ জন ও মৌলভীবাজার জেলার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৮ জনকে।

করোনা আক্রান্ত ১৮১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৬ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। 

 

এনএইচ-০২/এএফ-০২