ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে জগন্নাথপুরের ইউএনও

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ৩১, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন



ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে জগন্নাথপুরের ইউএনও

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভার একাংশ, উপজেলা রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্দি দুস্থ ও অসহায় ৮৯টি পরিবারে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। 

বিতরণকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, আমাদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্যারের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ত্রাণ বন্যার্তদের মাঝে আমরা বিতরণ করেছি।

 

এএ/আরআর-০৭