শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ৩১, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২২) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

অপরদিকে মাদক মামলার পলাতক আসামি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিণ লেজাপাড়ার আব্দুল হামিদের ছেলে মো. শাহিন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন শাহিন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

 

এসডি/আরআর-০৮