ওসমানীর ল্যাবে ৮ চিকিৎসকসহ ৩৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩১, ২০২০
০৫:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন



ওসমানীর ল্যাবে ৮ চিকিৎসকসহ ৩৩ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহম্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১ জন, হবিগঞ্জের ৯ জন, মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের একজন রয়েছেন। এর মধ্যে ৮ জন চিকিৎসক ও ৩ জন র‌্যাব সদস্যও আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত করোনায় সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

সিলেট বিভাগে ৩ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৬১ জন, সুনামগঞ্জে ১ হাজার ১০৭ জন, হবিগঞ্জে ৬৬৪ এবং মৌলভীবাজার জেলায় ৫৫০ জন।

করোনা আক্রান্ত ১৮১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ২৬ জন।

এনসি/এনপি-০৭