ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ৩১, ২০২০
০৪:৩৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩১, ২০২০
০৯:২০ অপরাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-১৮৮৫) ও সিলেটগামী প্রাইভেট কারের (চট্টমেট্রো গ ১১-১৯২০) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। মারাত্মক আহত একজনকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টায় উপজেলার তাজপুর বরায়া চানপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের স্বপন কুমার দাশ (৫০), তার স্ত্রী লাভলী রাণী দাশ (৪২) ও তাদের ছোট ছেলে শৈবাল দাশ (৮)। প্রাইভেট কারের চালকসহ ২ জনের পরিচয় জানা সম্ভব হয়নি। মারাত্মক আহত স্বপন কুমার দাশের বড় ছেলে সৌরভ দাশকে (১০) সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেট কার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করেন। পরে নিহত ও আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএন/০১