শায়েস্তাগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি


জুলাই ৩১, ২০২০
০৯:০৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২০
০৯:০৫ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার

দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষ্মনডোরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফখরুদ্দিন সাজিবকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জু) হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম তাকে দল থেকে বহিষ্কার করেন।

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ইস্যু নিয়ে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ব্রাক্ষণডোরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজিবের বিরুদ্ধে বেশকিছুদিন আগে দলীয় বিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে। এ ব্যাপারে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার বলেন, ‘আমি এ বিষয়টি অবগত নই, জেলা যুবলীগের সভাপতি বলতে পারবেন।’

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসএম/এনপি-০৭