খেলা ডেস্ক
আগস্ট ০১, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন
জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের কোচ হলেন আন্দ্রেয়া পিরলো। ২০১৭ সালে অবসর নেওয়ার পর খেলাধুলা থেকে দূরেই ছিলেন ৪১ বছরের এ ফুটবল কিংবদন্তি। জুভেন্টাসের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করে নিউইয়র্ক সিটিতে পাড়ি জমিয়ে ছিলেন আন্দ্রেয়া পিরলো। ২০১৭ সালে মার্কিন এই ক্লাবের সঙ্গেও সম্পর্ক চুকিয়ে ফেলে এতদিন একরকম বসেই ছিলেন। অবশেষে পুরনো ঠিকানা জুভেন্টাসেই ফিরলেন ইতালির সাবেক এ তারকা মিডফিল্ডার।
নিজের প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত পিরলো ইতালির হয়ে খেলেন ১১৬ ম্যাচ। প্রিয় জন্মভূমিকে ২০০৬ সালে উপহার দেন ফিফা ফুটবল বিশ্বকাপও। এসি মিলান থেকে জুভেন্টাসে যোগ দিয়ে চারটি সেরি এ ট্রফি জেতেন পিরলো। ক্যারিয়ারের বেশির ভাগ সময় মিলানে কাটিয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লিগ শিরোপার স্বাদ নেন।
২০১৫ সালে জুভেন্টাস ছেড়ে পিরলো ক্যারিয়ার শেষ করেন মেজর সকার লিগ ক্লাব নিউইয়র্কে।
এএন/০২