ইউএস ওপেনে খেলছেন না অ্যাশলেই বার্টি

খেলা ডেস্ক


জুলাই ৩১, ২০২০
১০:৪২ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২০
১০:৪২ অপরাহ্ন



ইউএস ওপেনে খেলছেন না অ্যাশলেই বার্টি

ইউএস ওপেনে খেলতে হলে উড়ে যেতে হবে সুদূর নিউইয়র্কে। দীর্ঘ এ যাত্রায় থাকবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই এ টুর্নামেন্টে খেলছেন না অ্যাশলেই বার্টি। পূর্ব সতর্কতার অংশ হিসেবে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ তারকা।

২০১০ সালে পায়ের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর এই প্রথম নারী এককে শীর্ষ র‌্যাঙ্কিংধারী কোনো খেলোয়াড় ইউএস ওপেন মিস করছেন। অস্ট্রেলিয়ান টেনিস সুপারস্টার অ্যাশলেই এবার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মকালীন টুর্নামেন্ট ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনেও খেলবেন না। খেলোয়াড়দের ভ্রমণের ঝামেলা কমাতে অবশ্য সিনসিনাটির এই ইভেন্ট এ বছর হবে নিউইয়র্কের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে।

করোনাভাইরাস মহামারীর মাঝেই ৩১ আগস্ট থেকে কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বছরের এই শেষ গ্র্যান্ড স্ল্যাম আসরে থাকবে না কোনো দর্শক।

এএন/০৩