ওসমানীর ল্যাবে ৫৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন



ওসমানীর ল্যাবে ৫৭ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজার জেলার ৮ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমীনা বেগমও রয়েছেন।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার ১৯ জন, গোলাপগঞ্জের ৪ জন, ওসমানীনগরের ৪ জন, দক্ষিণ সুরমার ২ জন, বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোয়ানঘাটের একজনে করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮০৯ জন। নতুন ৪৪ জন নিয়ে আক্রান্ত এখন ৭ হাজার ৮৫৬ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ২০২ জনে। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৯৭ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৭১ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৮৬ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ৪৬৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৭৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ১২৫ জন, হবিগঞ্জে ৬৯৫ এবং মৌলভীবাজার জেলায় ৫৭১ জন। 

করোনা আক্রান্ত ১৬৭ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ৪৩ জন এবং মৌলভীবাজারে ২৬ জন।

এনসি/এনপি-১২