সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন



সিলেটে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতরের মতো আজ ঈদুল আজহায়ও সিলেটে প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানের পরিবর্তে হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জামাত। 

মাজার পরিচালনা কমিটির সদস্য সামুন মাহমুদ খান সিলেট মিররকে বলেন, ‘ঈদুল ফিতরের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে একাধিক জামাতও আয়োজন করা হতে পারে।’ নগরের অন্যান্য মসজিদেও একাধিক ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট নগরের সিটি পয়েন্ট সংলগ্ন কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এই তথ্য নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সেক্রেটারি মুক্তাবিস উন নূর।

তিনি বলেন, ‘করোনাকালিন সময়ে আমরা তিনটি জামাতের আয়োজন করেছি। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। এছাড়া সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় বাকি দুটি জামাত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।’ শিশু এবং বৃদ্ধদের না আসার অনুরোধ জানিয়েছেন তিনি। 

সর্বাধিক চারটি জামাত অনুষ্ঠিত হবে সিলেট কালেক্টরেট জামে মসজিদে। সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। এছাড়া সকাল ৮টা, ৯টা এবং ১০টায় বাকি তিনটি জামাত অনুষ্ঠিত হবে।   

এছাড়া হজরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ ও বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। গাজী বুরহান উদ্দিন জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, কাজিরবাজার মাদ্রাসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। 

সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব সিলেট মিররকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে সিলেটের প্রধান ঈদের নামাজের কেন্দ্র শাহী ঈদগাহতে হচ্ছে না ঈদের নামাজ। তাই সিলেটে প্রধান জামাত বলে আলাদা কিছু এ বছর নেই। তবে সিলেটের ৩৫২টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। তবে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন জানিয়েছেন, হজরত শাহজলাল (রহ.) মাজার মসজিদেই হচ্ছে ঈদের প্রধান জামাত।

তিনি বলেন, ‘খোলা মাঠে যেহেতু ঈদের জামাত হচ্ছে না, তাই আমরা ধরে নিচ্ছি অধিকাংশ জামে মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহ মাঠে করোনার কারণে ঈদের নামাজ আয়োজন সম্ভব নয়, তাই হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের জামাতকেই ঈদের প্রধান জামাত হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রত্যেক মসজিদকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নামাজ আদায়কারীদেরও এসব নির্দেশনা মেনে চলতে হবে।’

এনপি-০১