ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের আর নেই

খেলা ডেস্ক


আগস্ট ০১, ২০২০
১১:০১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২০
১১:০১ পূর্বাহ্ন



ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের আর নেই

বেসরকারি টিভি চ্যানেল নিউজ টুয়েন্টি ফোরের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক তাপস জুবায়ের আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। 

জানা যায়, গেলো বৃহস্পতিবার থেকেই শরীরে জ্বর ছিলো এই ক্রীড়া সাংবাদিকের। গতরাতে বাসা থেকে অফিসে যাওয়ার সময় শ্বাসকষ্টে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তাপস। এরপর তাকে দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। কিন্তু, সেখানে আইসিইউর খালি না থাকায় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরপরই ইন্তেকাল  করেন তাপস জুবায়ের।

২০০৯ সালে আরটিভিতে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর চ্যানেল নাইনে কয়েক বছর কাজ করার পর নিউজ টুয়েন্টি ফোরের ক্রীড়া বিভাগের দায়িত্ব নেন মেধাবী এই ক্রীড়া সাংবাদিক। ৩৮ বছর বয়সী এই ক্রীড়া সাংবাদিকের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এএন/০৩