এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল

খেলা ডেস্ক


আগস্ট ০২, ২০২০
০৯:৫১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২০
০৯:৫১ পূর্বাহ্ন



এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল

পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে এফ এ কাপের শিরোপা জিতেছে টুর্নামেন্টের সফলতম দল আর্সেনাল। শনিবার লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে অনুুষ্ঠিত ফাইনালে  চেলসিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। সেমিফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেন অবামেয়াং। চেলসির একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ।

প্রতিযোগিতায় আর্সেনালের এটি চতুর্দশ শিরোপা। ২০১৬-১৭ মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের ত্রয়োদশ শিরোপা জিতেছিল দলটি। ১৮৭১ সাল থেকে হয়ে আসা এই প্রতিযোগিতার দ্বিতীয় সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতেছে ১২বার।

শুরু থেকে আক্রমণ, পাল্টা-আক্রমণে জমে ওঠা ম্যাচে পঞ্চম মিনিটে এগিয়ে যায় ২০১৭-১৮ মৌসুমে সবশেষ এফএ কাপ জেতা চেলসি। অলিভিয়ে জিরুদের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন পুলিসিচ। ২৮ মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান আবামেয়াং। গ্যাবনের এই ফরোয়ার্ডকে সেসার আসপিলিকুয়েতা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণে অবামেয়াংয়ের গোরে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। 

ছয় মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ। বাকিটা সময়ে গোলের দেখা পায়নি কোন দল।

এএন/০২