ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০২, ২০২০
০৩:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২০
০৩:৫৮ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর-মির্জাপুর গ্রামে বাসচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম স্বপন (৫০) শাহজালাল সারকারখানার ইলেকট্রিক্যাল বিভাগের শ্রমিক। আজ রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মির্জাপুর জামে মসজিদের সামনে মৌলভীবাজার হতে সিলেটগামী বাসের (মেীলভীবাজার জ-০৫-০০০২) সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহত শহীদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর মোটরবাইক আরোহী সুমন মিয়াকে (২৮) আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাসের চালক পলাতক থাকলেও বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, এখানে কিছু দিনপর পর বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তারপরও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এ পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারালেও এখানে জেব্রাক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এনপি-০২