নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০২, ২০২০
০৪:১১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২০
০৪:২২ অপরাহ্ন
সিলেট বিভাগে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রবিবার (২ আগষ্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংসু লার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজার জেলার ১৮ জন।
সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার ৩৬ জন, দক্ষিণ সুরমার ৩ জন, বিশ্বনাখ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোয়াইনঘাটের একজন করেচৈন। শনাক্তদের মধ্যে ৩ চিকিৎসকও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (২ আগষ্ট) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯৯২ জন। নতুন ৮ জন নিয়ে আক্রান্ত এখন ৮ হাজার । এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৩১৭ জনে। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫১২ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৮৫ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৮৬ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৯ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ৫১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৯০ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৩৫ জন, হবিগঞ্জে ৭১৯ এবং মৌলভীবাজার জেলায় ৫৭১ জন।
করোনা আক্রান্ত ১৬৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৬ জন।
এনসি/বিএ-১১