ইউরোপিয়ান গোল্ডেন বুট চিরো ইম্মোবিলের

খেলা ডেস্ক


আগস্ট ০৩, ২০২০
০৪:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২০
০৪:৩০ অপরাহ্ন



ইউরোপিয়ান গোল্ডেন বুট চিরো ইম্মোবিলের

চিরো ইম্মোবিলে অসাধারণ কৃতিত্ব গড়লেন দুর্দান্ত এক মৌসুমম শেষ করে। পেলেন ইউরোপিয়ান ফুটবলে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। শনিবার রাতে লাৎসিও’র স্ট্রাইকার ইম্মোবিলে সেরি এ গোল্ডেন বুট ও ইউরোপিয়ান গোল্ডেন বুট দুটোই নিজের করে নিলেন।
একই সঙ্গে ইতালিয়ান লিগের এক মৌসুমে আর্জেন্টাইন তারকা গনজালো হিগুয়েইনের ৩৬ গোলের রেকর্ডটাও স্পর্শ করলেন ইম্মোবিলে। লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় হওয়া জুভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো লিগ শেষ করেছেন ৩১ গোল নিয়ে। ২৩ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ইন্টার মিলানের রোমেলু লুকাকু।
এ নিয়ে তৃতীয়বার সেরি এ গোল্ডেন বুট জিতলেন চিরো ইম্মোবিলে। ২২ গোল করে প্রথমবার জেতেন ২০১৩-১৪ মৌসুমে। ২৯ গোল নিয়ে ২০১৭-১৮ মৌসুমে অ্যাওয়ার্ডটি ভাগাভাগি করেন মাউরো ইকার্দির সঙ্গে। ইউরোপের শীর্ষ লিগ টুর্নামেন্টগুলোর সর্বোচ্চ গোতাদাতা প্রতি বছর পান ইউরোপিয়ান গোল্ডেন বুট। বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডোস্কিকে দুই গোলে টপকে এই পুরস্কার জিতলেন এবার চিরো ইম্মোবিলে।
এএন/০৩