সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৩, ২০২০
১১:১২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২০
১১:১২ পূর্বাহ্ন
মোস্তফা আহমদ
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা আহমদ পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১২৪৭তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে পরিচালক নির্বাচিত করা হয়।
মোস্তফা আহমদ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডেরও একজন পরিচালক। তিনি ১৮ ডিসেম্বর ২০০৭ থেকে ৩১ মার্চ ২০১৫ সাল পর্যন্ত পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন।
মোস্তফা আহমদ যুক্তরাষ্ট্র থেকে বিবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে সুদীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মনির আহমদ পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন।
আরআর-০১