গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৩, ২০২০
০২:২৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২০
০৩:০১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গৌরবাড়ি এলাকা থেকে বিপুল সংখ্যক চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ঈদের রাতে একটি নোহা মাই্ক্রোবাসসহ ৩১৬টি মোবাইল সেট উদ্ধার জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ সোমবার (৩ আগস্ট) গোলাপগঞ্জ থানায় সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে এএসপি (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, ঈদের দিন মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ও পুলিশ ফোর্সের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্যে জানা যায়, এলাকায় একটি নোহা মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১১-৫২১৩) প্রবেশ করেছে। স্থানীয়দের কাছে মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানায় এখবর এলে তাৎক্ষণিক এএসপি সার্কেল গোলাপগঞ্জ ও অফিসার ইনচার্জসহ থানা পুলিশের একটি দল দ্রুত অভিযানে যায়।
চোরাকারবারিরা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে ১৩টি ব্রান্ডের ৩১৬টি চোরাই মোবাইল ফোন সেট জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬১ লক্ষ ৪০ হাজার টাকা। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুলিশ গাড়ির ড্রাইভারকে শনাক্ত করেছে । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করলেই জড়িতদের তথ্য পাওয়া যাবে।
এফএ/এনপি-০২