জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ০৪, ২০২০
০৩:৪৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৩:৪৩ পূর্বাহ্ন
ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলী হোসেন (২৫)। দুইদিন পর আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে তার লাশ মিলেছে জমিতে। ঘটনাটি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর এলাকার বটেরতলের আব্দুল গফুরের ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমিনের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআেই) রফিকুল আহমদ রফিক জানান, কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোনো ধরণের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়িই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
এএ/এনপি-০৫