নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৩, ২০২০
০৫:০২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২০
০৬:১১ অপরাহ্ন
সিলেট বিভাগের চার জেলায় ৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (৩ আগষ্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংসু লার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ১৩ জন।
শনাক্তদের মধ্যে চার চিকিৎসক, পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন বলে জানান তিনি।
সিলেট জেলায় শনাক্তদের মধ্যে ৩৩ জনই সিলেট নগর ও সদর উপজেলার। আর গোলাপগঞ্জ ও জৈন্তাপুরের একজন করে। শনাক্তদের মধ্যে সিলেট জেলা প্রশাসনের অফিস সহায়ক রাজিব সিংহও রয়েছেন।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৪০৯ জনে দাঁড়াল। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫১৯ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৯০ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত এক হাজার ৪ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১০ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ৫২২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৯০ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৪২ জন, হবিগঞ্জে ৭১৯ এবং মৌলভীবাজার জেলায় ৫৭১ জন।
করোনা আক্রান্ত ১৭২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৬ জন।
এনসি/বিএ-০৭