সিলেটে আক্রান্ত ৮১১৯, একদিনে সুস্থ হলেন ১০১ জন

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৪, ২০২০
০৫:৫৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৫:৫৭ পূর্বাহ্ন



সিলেটে আক্রান্ত ৮১১৯, একদিনে সুস্থ হলেন ১০১ জন

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১১৯। 

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগের দুই জেলায় আরও ৬৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৫০ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৪১৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৩ হাজার ৬২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ১২৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ১৫০ জন, হবিগঞ্জের ৭৬৫ জন ও মৌলভীবাজার জেলার ৫৮৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১০১ জনকে সুস্থ ঘোষণা করা হয়।

করোনা আক্রান্ত ১৫৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৪ জন ও মৌলভীবাজারে ২০ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-০৪