শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৪, ২০২০
০৬:২১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২০
১১:২৭ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ নামক স্থানে দুই বাসের সংঘর্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় আধঘণ্টা সড়ক বন্ধ ছিল।
নিহতরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার বাঘমারা গ্রামের চান মিয়া ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের আকিজ বেভারেজ কোম্পানির এসআর আব্দুল আউয়াল।
জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামের একটি গাড়ি নতুনব্রীজ এলাকায় এসে ব্রেক ফেইল করে ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী দাঁড়ানো গাড়িকে পিছন দিকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন এবং আহত হন আরও ১০ জন। নিহত দু'জন পথচারী ছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত আরও চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএইচআরডি/বিএ-০৬