ওসমানীনগরে আরও এক প্রবাসীর করোনা শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ০৪, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে আরও এক প্রবাসীর করোনা শনাক্ত

ওসমানীনগরে আরও এক প্রবাসী মহিলার করোনা শনাক্ত হয়েছে। উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৩ আগস্ট) রাতে সিলেট ওসমানী হাসপাতাল পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই প্রবাসীর করোনা পজেটিভ আসে।

আক্রান্ত মহিলা হলেন, উপজেলার তাজপুর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের বাসিন্দা এবং যুক্তরাজ্য প্রবাসী (৮০)। তিনি গত ২ আগস্ট নমুনা প্রদান করলে সোমবার তার করোনা পজেটিভ জানিয়ে রিপোর্ট আসে।

এ নিয়ে ওসমানীনগরে মোট ৭৫ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ্য হয়েছেন ৪৮ জন। বাকীরা হোম আইসোলেশসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ইউডি/বিএ-০৮