গোলাপগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৪, ২০২০
১০:৪৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
১০:৪৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত'র নেতৃত্বে অভিযান চালিয়ে বড়লেখা-সিলেটগামী একটি বাস (খায়রুল এন্টারপ্রাইজ) থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে অতিরিক্ত যাত্রী না তোলার জন্য সতর্ক করা হয়।

অভিযানে অপর একটি বাস (এম জাবের পরিবহন) যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে এমন অভিযোগের সত্যতা পায় পুলিশ। পরে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। বাসের চালককে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেয় ট্রাফিক পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত বলেন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশে অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দু'টি গাড়ির চালককে ভবিষ্যতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে।

 

এফএম/আরআর-০১