পর্তুগিজ কাপের শিরোপা জয় পোর্তোর

খেলা ডেস্ক


আগস্ট ০৪, ২০২০
০৭:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৭:২৩ অপরাহ্ন



পর্তুগিজ কাপের শিরোপা জয় পোর্তোর

পর্তুগিজ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকাকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে পোর্তো। এটি তাদের টুর্নামেন্টের ১৭তম শিরোপা জয়।কঙ্গোর ডিফেন্ডার চ্যান্সেল এমবেম্বা জোড়া গোল করে ম্যাচের নয়াক।

এই জয়ে পোর্তো লিগ শিরোপাসহ ঘরোয়া ডাবল জয় করলো। ম্যাচের ৩৮ মিনিটে পোর্তোর কলম্বিয়ান উইঙ্গার লুইস ডায়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পাঁচ মিনিট পরে কোচ সার্জিও কনসেইসাও লাল কার্ড দেখে সাইড লাইন থেকে সরে যান। তারপরও পোর্তোকে রুখতে পারেনি বেনফিকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রি কিক থেকে গোল করে পোর্তোকে এগিয়ে দেন এমবেম্বা। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে বেনফিকা এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।

দারুণ এই জয়ে ২০১১ সালের পরে ডাবল জিতল পোর্তো। পর্তুগিজ ফাইনালটি সূচী অনুযায়ী, ২৪ মে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেরিতে লিসবন থেকে কোয়িমব্রাতে দর্শক শূন্য স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত হয়।

এএন/০২