ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ০৪, ২০২০
১২:৫৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২০
১২:৫৬ অপরাহ্ন
করোনায় আক্রান্ত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় ওসমানীনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়ার উদ্যোগে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আসরের নামাজের পর উপজেলার দয়ামীর শাহী ঈদগাহ জামে মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, কার্যকরী কমিটির সদস্য সাবেক ভিপি জুবায়ের আহমেদ শাহীন, দয়ামীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন, ছাত্রলীগ নেতা মোজাহিদ আলী, আব্দুল্লাহ মূসা, হাসান সাঈদ, এনামুল হাসানসহ এলাকার মুসল্লীবৃন্দ।
মিলাদ ও দোয়া শেষে শিরনি বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন দয়ামীর শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মুকাদ্দাস আলী।
প্রসঙ্গত, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও তার স্ত্রী গত ৩০ জুলাই নমুনা প্রদান করলে ২ আগস্ট তাদের করোনা প্রতিবেদন পজিটিভ আসে। মাসুক উদ্দিন ও তার স্ত্রী বাসায় রয়েছেন এবং তারা শারীরিকভাবে সুস্থ আছেন।
ইউডি/আরআর-০৫