খেলা ডেস্ক
আগস্ট ০৫, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন
অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে মাঠে নামার আগে তাদের করোনা টেস্ট করা হবে। ফিফা ২০২২ কাতার বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রেখে ঘোষিত প্রাথমিক দলের ৩১ জন ফুটবলার নিয়ে প্রস্তুতি ক্যাম্প হবে গাজীপুরের সারাহ রিসোর্টে। মাঠে নামার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে। আগামীকাল ৫ আগস্ট ১২ জন, ৬ আগস্ট ১২ জন ও ৭ আগস্ট বাকি ফুটবলারদের পর্যায়ক্রমে করোনা পরীক্ষা করানো হবে।
কাল বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মতিঝিলের বাফুফে ভবনে ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হবে ফুটবলারদের। করোনা পরীক্ষার ফলাফল প্রকাশের পর গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন ফুটবলাররা। মার্চ ও জুনে মাঠে গড়ানোর কথা ছিলো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অক্টোবরে খেলাগুলো সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নেয় বাফুফে।
এএন/০৫