নবীগঞ্জে যুবককে পিটিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৪, ২০২০
০৯:৪৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২০
০৯:৪৩ অপরাহ্ন



নবীগঞ্জে যুবককে পিটিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুবায়ের আহমদ (২২) নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও তার বোনের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছে জাভেদ মিয়া নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে।

জানা যায়, দুর্লভপুর গ্রামের জুবায়ের আহমদ উপজেলার গোপলার বাজারের জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়ির সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা জাভেদ মিয়া (২৮), মোশাহিদ মিয়া (৩০), শাহিন মিয়া (২৭) ও আল আমিন (২৩) জুবায়েরকে মারধর করে নিচে ফেলে দেয় এবং তার পকেটে থাকা নগদ টাকা হাতিয়ে নেয়। আক্রান্ত ভাইয়ের চিৎকার শুনতে পেয়ে বোন সীমা বেগম (২০) এগিয়ে এলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় হামলাকারীরা। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে জুবায়ের ও তার বোন সীমা বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় দুর্লভপুর গ্রাম্য পঞ্চায়েতের সামনে অভিযুক্ত জাভেদের ভাই জাহেদ মিয়া টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

এএম/আরআর-০৬