সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৫, ২০২০
০৫:০৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২০
০৭:৩০ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান (৭৮ বছর) মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা ২০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বার্ধক্যজনিত কারণে মারা যান আব্দুল মান্নান । মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আব্দুল মান্নান ঢাকা-২ আসনে চার বার সংসদ সদস্য ছিলেন। ৯১ সালে বিএনপির সরকারের সময় তিনি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন তিনি।
আব্দুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এএফ/০৩