শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৫, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২০
০৯:৩২ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

শায়েস্তাগঞ্জের জগতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত  ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় শায়েস্তাগঞ্জের জগতপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হোসেন।

জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জগতপুরে আর ওয়ান ফাইভ সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রী সোহেল মিয়া। গুরুতর  আহত হয়েছেন কলেজ ছাত্র কিবরিয়া। আহত কিবরিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হোসেন বলেন,  আমরা এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে কোনরকম আলামত পাইনি।

এসএইচআরডি/বিএ-১৩