নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৫, ২০২০
১০:৪৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২০
১০:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের রাজিব দত্তের পুকুরে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত গভীর রাতে বিষ ফেলে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজিব দত্ত পুকুরের সব মাছ পানির উপরে ভেসে উঠতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হন।
বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব দত্ত জানান, কে বা কারা তার ক্ষতি সাধনের উদ্দেশে পুকুরে বিষ প্রয়োগ করেছে।
তিনি আরেও জানান, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। কেন তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হলো তা তিনি বুঝে উঠতে পারছেন না।
এদিকে স্থানীয় লোকজন এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন।
এএম/আরআর-০২