জৈন্তাপুর প্রতিনিধি
আগস্ট ০৫, ২০২০
১১:১৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২০
১১:১৫ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে এসএসসি-১৯৯৬ ব্যাচের ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর লক্ষ্যে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এবং জৈন্তাপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা গেছে, আগামী ১ ডিসেম্বর থেকে প্রাকৃতিক মনোরম পরিবেশে উপজেলার দরবস্ত ইউনিয়নে এসএসসি-১৯৯৬ ব্যাচের ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে বিদ্যালয়ের নিজস্ব অবকাঠামোসহ শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আধুনিক শিক্ষার মান বজায় রেখে পাঠদানের পাশাপাশি এ উপজেলায় সর্বপ্রথম ডিজিটাল অ্যাপ সিস্টেমের পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। সম্মাননা স্মারক প্রদানের সময় ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি এসব তথ্য উপস্থাপন করেন।
স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মুহিবুল হক, সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সুরঞ্জিত দেব, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিলাল আহমদ, দপ্তর সম্পাদক ফয়জুল হাসান, প্রচার সম্পাদক রিংকু দেব ও সদস্য কবির আহমদ।
স্মারক প্রদানকালে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জৈন্তাপুর উপজেলায় আধুনিক ও ডিজিটাল শিক্ষার মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠান না থাকায় অনেককেই শহরমুখী হতে হচ্ছে। আমার নিজ ইউনিয়নের তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে এ রকম একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরুর বিষয়টি শুনে সত্যিই আনন্দ লেগেছে। তাবে আমি আরও খুশি হবো যখন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ প্রতিষ্ঠানটির সুনাম করবেন। এসএসসি-১৯৯৬ ব্যাচের ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সকলে বিদ্যালয়টি পরিচালনায় সর্তকতা অবলম্বন করে জৈন্তাপুরবাসীর প্রশংসা অর্জন করবেন বলে আশা করছি।
আরকে/আরআর-০৩