বানিয়াচংয়ে নৌকাডুবি : পিতা-পুত্রের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৬, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



বানিয়াচংয়ে নৌকাডুবি : পিতা-পুত্রের লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকালে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুরাদপুর হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটেছিল।

নৌকাডুবির ঘটনায় নিহত তিনজন হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা-হুকড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে দুলেনা আক্তার (৩৭), দুলেনার বড় ভাই আলী নূর (৪৫) এবং আলী নূরের ছেলে খোকন মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫/৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা আজমিরীগঞ্জের শিবপাশা থেকে বানিয়াচংয়ের রহমতপুরে যাচ্ছিল। রহমতপুর গ্রামের কাছে পৌঁছানোর পর হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২/৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে দুলেনা আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ অন্য দু'জনকে উদ্ধার করা যায়নি। পরে আজ বুধবার ভোরে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন দু'জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরআর-০৪