গোয়াইনঘাট প্রতিনিধি
আগস্ট ০৫, ২০২০
০২:১০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২০
০২:১০ অপরাহ্ন
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটকের সন্ধান এখনও মেলেনি। আজ বুধবার (৫ আগস্ট) ২য় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ, বিজিবি, স্থানীয় ডুবুরি ও সিলেটের দমকল বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও ওই পর্যটকের কোনো সন্ধান পাননি ।
এদিকে, ওই ঘটনার পর আজ বুধবার কিছু পর্যটক জাফলং ভ্রমণে এলে স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদেরকে বুঝিয়ে বিদায় করে দেয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পর্যটকরা জাফলংয়ে মূল স্পট অর্থাৎ পিয়াইন নদীতে যেতে পারবেন না বলে জানানো হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন জুবায়ের (২২) নামের ওই পর্যটক। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লাম কাইন এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ নামক একটি মাদরাসার শিক্ষার্থী।
জুবায়ের ও তার ১৫ জন বন্ধু ময়মনসিংহ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন জুবায়ের। এরপর থেকেই ট্যুরিস্ট পুলিশ, থানার পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু নিখোঁজ হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও তার সন্ধান এখনও মেলেনি।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, পর্যটক নিখোঁজ হওয়ার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যেহেতু সরকারি নির্দেশনায় সবক'টি পর্যটন স্পট বন্ধ রেখে জনসাধারণকে সুরক্ষিত রাখার জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেহেতু জাফলং জিরো পয়েন্টসহ সকল স্থানে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকদের আনাগোনা বন্ধ রাখা হয়েছে।
এমএম/আরআর-০৭