নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৬, ২০২০
০৫:৫১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগের আরও ১০৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৪১ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৬ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৪৭৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৫০ জন, হবিগঞ্জে ১ হাজার ২২৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৬ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৩ হাজার ৭৬৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ১১৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ১৮৯ জন, হবিগঞ্জের ৭৯৪ জন ও মৌলভীবাজার জেলার ৬২৮ জন।
করোনা আক্রান্ত ১৩৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩১ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনসি/বিএ-০৭