শায়েস্তাগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৬, ২০২০
১১:৫৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২০
১১:৫৮ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই রাজিব চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই বিধান ও এসআই ইমাম হোসেনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ফরিদপুর গ্রামের ডা. নাজির হোসেনের ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পুরানবাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে মো. নুর আলী ফকির।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

 

এসডি/আরআর-০৫