ব্রাজিলের রবিনহো বসুন্ধরা কিংসে

খেলা ডেস্ক


আগস্ট ০৬, ২০২০
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২০
০৮:০৮ অপরাহ্ন



ব্রাজিলের রবিনহো বসুন্ধরা কিংসে

বিশ্বকাপ খেলা ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেসের পর এবার বসুন্ধরা কিংস দলে নিল  ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেবেদো দ্য সিলভা রবিনহোকে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসে থেকে ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে নিয়েছে বসুন্ধরা। আর রবিনহোর সঙ্গে চুক্তিটা হয়েছে পুরো মৌসুমের জন্য ধারে। গতকাল বুধবার বসুন্ধরা কিংসের ফেসবুক পেজ থেকে চুক্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। বসুন্ধরা কিংসের ইতিহাসে দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো। গত মৌসুমে কিংসের জার্সি গায়ে জড়িয়েছিলেন মার্কোস ভিনিসিয়াস। এএফসি কাপে রবিনহো জুটি বাঁধবেন আর্জেন্টিনায় লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসের সঙ্গে। এএফসি কাপের জন্য সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে বসুন্ধরা কিংসের। বসুন্ধরার জার্সি গায়ে প্রথম রবিনহোকে দেখা যেতে পারে ২৩ অক্টোবর। করোনাভাইরাসের দীর্ঘ বিরতির পর ওইদিন মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপে গ্রুপ 'ই'তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্কার ব্রুজোনের দল। বসুন্ধরায় আসা এই রবিনহো বিশ্বকাপ খেলা রবিনহো নন। 

এএন/০১