জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ০৭, ২০২০
১২:১১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নয়াপুঞ্জি গ্রামের আক্তার হোসেন ও একই এলাকার মামুন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের সরকারি খাস ভূমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন।
আহতদের মধ্যে মনমালা বিবি (৬০) ও মামুন মিয়াকে (২২) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আহত আক্তার হোসেন (৩৬), সায়মা বেগম (১২), আতিকুর রহমান (১৭) ও কাওসার হোসেনকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জগন্নাথপুর থানার এসি (তদন্ত) মোছলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছে।
এএ/আরআর-০৬