জকিগঞ্জে আওয়ামী লীগের দোয়া মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৬, ২০২০
১২:৪৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২০
১২:৪৪ অপরাহ্ন



জকিগঞ্জে আওয়ামী লীগের দোয়া মাহফিল

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সুস্থতা কামনা করে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, মোস্তফা আহমদ কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, তথ্য ও গবেষণা সম্পাদক এম. আজমল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এ সালাম, সহ-দপ্তর সম্পাদক সেলিম সওদাগর, উপজেলা কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন, সহ-সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন সোহেল, উপজেলা কমিটির সদস্য শিহাব উদ্দিন, আব্দুল গফুর, ফজলুর রহমান, শামীম আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কমরু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, যুগ্ম-সম্পাদক নুরুল হক অনু, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, কাউন্সিলর মাসুদ আহমদ, মৎসজীবী লীগের সভাপতি মহরম আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

 

ওএফ/আরআর-০৭