জকিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৬, ২০২০
১২:৫২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২০
১২:৫২ অপরাহ্ন
‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’- এ স্লোগানকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জকিগঞ্জ পৌরসভা ভবন প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, উপজেলা যুবলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মাসুদ, পৌরসভার ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ইমন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা তামিম আহমদ রাফে, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সাকিব প্রমুখ।
ওএফ/আরআর-০৮