বিয়ানীবাজার প্রতিনিধি
আগস্ট ০৭, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার থেকে ২ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ খালেদ আহমদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী খালেদ আহমদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের চাতলপাড়া এলাকার মৃত মনির আলীর ছেলে। এ ঘটনায় সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) এসআই প্রলয় রায় বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তিনি বলেন, 'আইজিপি স্যারের নির্দেশে পুলিশ সুপার মহোদয় ইতোমধ্যে সিলেট জেলাকে মাদকমুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। যার বাস্তবায়নে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মুলে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।'
এসএ/আরআর-১০