নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৭, ২০২০
০৬:৪১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২০
১০:৪৭ অপরাহ্ন
সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪০৯ এ পৌঁছেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে ১১২ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ১৪ জন এবং মৌলভীবাজারের ১১ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত মোট ৮ হাজার ৪০৯ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৫৪৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৬৮ জন, হবিগঞ্জে ১ হাজার ২৪০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৫৭ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন। সিলেট বিভাগে ৩ হাজার ৮১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ২১৭ জন, হবিগঞ্জের ৮০৩ জন ও মৌলভীবাজার জেলার ৬২৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪৯ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত ১৩৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩১ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এনএইচ/এনপি-০১