জাতীয় দলের ১১ ফুটবলার করোনায় আক্রান্ত

খেলা ডেস্ক


আগস্ট ০৭, ২০২০
১০:০৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২০
১০:০৪ অপরাহ্ন



জাতীয় দলের ১১ ফুটবলার করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ফুটবলের প্রাথমিক দলে ১১ ফুটবলার করোনায় আক্রান্ত। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ক্যাম্প শুরুর করা করোনা টেস্টে তাদের শনাক্ত করা হয়। প্রথম দিন চার ফুটবলারের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দ্বিতীয় দিনের পরীক্ষায় আরও সাত ফুটবলার শনাক্ত হন। 

জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা টেস্টে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, ফরোয়ার্ড সোহেল রানা, গোলকিপার শহিদুল আলম সোহেল, মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম, মিডফিল্ডার রবিউল হাসান, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, নাজমুল ইসলাম রাসেল, সুমন রেজার ও  গোলকিপার আনিসুর রহমান জিকোর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আগামীকাল শনিবার তৃতীয় দফাতে আরও সাত জনের করোনা টেস্ট হবে। 

আগামী ৮ অক্টোবরের ঘরের মাঠে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাছাইপর্বের ফিরতে লেগে খেলবে বাংলাদেশ। ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলতে কাতার যাবে ফুটবলাররা।এরপর নভেম্বরে ঘরের মাঠে ভারত ও ওমানের বিপক্ষে ওেখলবে জেমি ডের শিষ্যরা

এএন/০৩