দোয়ারাবাজার প্রতিনিধি
আগস্ট ০৮, ২০২০
০২:২০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৪:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাদেজা বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে খাদেজার বাবা আব্দুস সহিদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। বসতঘরের সামনের বারান্দার তীরের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। খাদেজা বেগম বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া (শিমুলতলা) গ্রামের ওমান প্রবাসী এসাক মিয়ার স্ত্রী। ময়না তদন্তের জন্য পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে।
দশ বছরের দাম্পত্য জীবনে তাদের ৯ ও ৬ বছরের দুটি পুত্রসন্তান রয়েছে। গত ৮ বছর ধরে দুই সন্তানসহ পিত্রালয়েই বসবাস করছিলেন খাদেজা বেগম। খাদেজা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাব ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।’
বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন রানা বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে খাদেজা আত্মহত্যা করেছেন বলে আমাকে অনেকে জানিয়েছেন।’
এইচএইচ/এনপি-১০