ভারতীয় স্পোর্টস থেকে সরে যাচ্ছে ভিভো

খেলা ডেস্ক


আগস্ট ০৭, ২০২০
১১:০০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২০
১১:০০ অপরাহ্ন



ভারতীয় স্পোর্টস থেকে সরে যাচ্ছে ভিভো

আইপিএলের পর প্রো কাবাডি লিগ থেকেও সরে দাঁড়াল চীনা কোম্পানী ভিভো। ৪ আগস্ট আইপিএলের টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়ায় চীনের মোবাইল সেট প্রস্তুতকারি প্রতিষ্ঠানটি। আর আজ ৭ আগস্ট ভিভো সরে দাঁড়াল ভারতের প্রো কাবাডি লিগ (পিকেএল) থেকে।

সীমান্ত বিরোধ নিয়ে দু’দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে উভয় দেশের পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের ওপর। ভারত জুড়ে জোর দাবি উঠেছে- চীনা পণ্য বয়কট করার। চীনা প্রতিষ্ঠানগুলো এই জটিলতায় পড়ে ব্যাপকভাবে নেতিবাচক প্রচারণায় পড়েছে। যা তাদের পণ্যের ব্র্যান্ড মর্যাদার জন্য স্পষ্টতর ক্ষতি ডেকে আনছে। তাই ভারতের স্পোর্টসে করা বিভিন্ন বিনিয়োগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। আইপিএল এবং পিকেএল থেকে ভিভোর সরে দাঁড়ানো সেই কথাই জানান দিচ্ছে।

এএন/০৬