জৈন্তাপুরে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২০
০৫:৫১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৫:৫১ পূর্বাহ্ন



জৈন্তাপুরে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানজিনা বেগম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত তানজিনা উপজেলার দিগারাইল গ্রামের মো. নূরুল ইসলাম উরফে কন্টাই মিয়ার মেয়ে। 

আজ শুক্রবার (৭ আগস্ট ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের দিগারাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, তানজিনা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন৷ আজ বেলা সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যান। তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, ‌‘মেয়েটি পানিতে ডুবে মারা গেছে।’

 

আরকেএস/এএফ-০৪