রোনালদোর জুভেন্টাস বিদায়, শেষ আটে লিঁও

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ০৮, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
১২:৫৯ অপরাহ্ন



রোনালদোর জুভেন্টাস বিদায়, শেষ আটে লিঁও

ম্যাচ জিতেও ‘বিতর্কিত’ অ্যাওয়ে গোলের ফাঁদে পড়ে চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলেও দলের শেষ রক্ষা হয়নি।
গত রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লিঁওকে ২-১ গোলে হারায় ইতালিয়ান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে সমান ২-২ গোল হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফরাসী ক্লাব লিঁও।
ম্যাচের ৯ মিনিটে রেফারির বাজে সিদ্ধান্তের শিকার হয় জুভেন্টাস। বক্সের ভেতর জুভেন্টাস ডিফেন্ডার বেন্টাকুর অতি সাধারণ শরীর স্পর্শেই পেনাল্টি ডেকে বসেন রেফারি ফেলিক্স জাওয়ার। পেনাল্টি থেকে মেম্ফিস ডিপের গোলে এগিয়ে যায় লিঁও।
৩৯ মিনিটে রোনালদোর দারুণ ফ্রি কিক ডান দিকে ঝাঁপিয়ে অসম্ভব ক্ষীপ্রতায় ঠেকিয়ে দেন লিঁওর গোলকিপার এন্টনি লোপেজ। পরের মিনিটে একই জায়গায় আবার ফ্রি কিক পায় জুভেন্টাস। এবার রোনালদোর নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় ইতালিয়ান জায়ান্টরা। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।
বিরতির পর ৬০ মিনিটে ডান পাশে বক্সের বাইরে বল পেয়ে বা পায়ের আড়াআড়ি আচমকা শট মেরে তাক লাগিয়ে দেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। ম্যাচে প্রথমবার এগিয়ে যান তুরিনের ওল্ড লেডিরা।  
৬৮ মিনিটে রোনালদোর ক্রস হেডে বারের উপরে পাঠান হিগুয়েইন। ৭৫ মিনিটে কর্নার থেকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রোনালদো। তার জোরালো হেডও অল্পের জন্য বারের উপর দিয়ে বাইরে চলে যায়। অন্তিম সময়ে বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের সফল তারকা রোনালদো। ম্যাচ জিতলেও শেষ বাঁশি বাজতে হতাশায় মাথা নুয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

রাতের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে ওঠে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে আগামী ১৬ অগাস্ট ম্যান সিটির মুখোমুখি হবে লিঁও। ম্যাচটি অনুষ্ঠিত হবে পর্তুগালের রাজধানী লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে।

এএন/০১