চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৮, ২০২০
০৫:৩৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৫:৩৫ অপরাহ্ন



চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানগাড়ির পাঁচ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

উপজেলার সরোজগঞ্জ এলাকার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল সালাম জানান। 

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মাহতাব আলীর ছেলে মিলন হোসেন (৪০), তিতুদহ গ্রামের নোতা আলীর ছেলে মোহাম্মদ সোহাগ (২০), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শরীফ হোসেন (৩০), তিতুদহ গ্রামে আলী হোসেনের ছেলে রাজু হোসেন (৩০) ও বসুভাণ্ডারদহ গ্রামের শ্রী হাওলাদারের ছেলে ষস্টি কুমার (৩৫)।

আহতরা হলেন,- সদর উপজেলার তিতুদহ গ্রামের বাবলু হোসেন (৪৫), কালু হোসেন (৪০), মোহাম্মদজুমা গ্রামের আকাশ আলী (১৮) ও তিতুদহ গ্রামের আলমগীর হোসেন (২৮)।

আব্দুল সালাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহণের একটি বাস ইঞ্জিনচালিত ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজন ঘটনাস্থলে মারা যায় এবং হাসপাতালে আনার নেওয়ার পর আরও তিনজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

বিএ-০৫