নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৮, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট হাজারে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৮৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজার জেলায় ১২ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেট ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৫৮৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৯৬ জন, হবিগঞ্জে ১ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৯ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৩ হাজার ৮২০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ১৬৯ জন, সুনামগঞ্জের ১ হাজার ২১৯ জন, হবিগঞ্জের ৮০৩ জন ও মৌলভীবাজার জেলার ৬২৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
করোনা আক্রান্ত ১৪২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।'
এনএইচ/বিএ-০৯