নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৮, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৮:৫২ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ হাজার ৬১১ জনকে শনাক্ত করা হয়েছে।
এর আগের দিন সারাদেশে ৩৭ জনের প্রাণহানি ঘটেছিল। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬৫ জনের।
এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।
এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১০২০ জন রোগী। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।
দেশের মোট ৮৪টি ল্যাবের তথ্য তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৫২৯টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৩৭টি। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হলো।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে একজন রয়েছেন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের চারজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সসীমার রয়েছেন একজন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৬ জন, খুলনা বিভাগে ৫ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ৪ জন করে, সিলেট বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
বিএ-১৩